ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন রিশাদ
- Get link
- X
- Other Apps
টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হবে বলেই বিশ্বাস রিশাদ হোসেনের। তবে বাধা দূর করে সিরিজটি জিততে চান এই লেগস্পিনার।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারত। মাস দুয়েক আগেই বিশ্বকাপ শিরোপা জিতেছে রোহিত শর্মার দল। কাগজে কলমে আসন্ন এই সিরিজে এগিয়ে থাকবে ভারত। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে মাঠে নামার আগে লড়াকু মানসিকতা থাকছে রিশাদেরও।
গণমাধ্যমকে রিশাদ বলেন, 'ভারত তো সবসময় ভালো দল। মনে হয় টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারত। ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। আশা করি আমরা সিরিজ জিতে ইনশাআল্লাহ আসব। প্রস্তুতিও ওইভাবেই হচ্ছে। আমরা কেউ মনে করছি না সিরিজ জিততে পারব না। ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতে আসব।'
৬ অক্টোবর ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লিতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। ভেন্যু হায়দরাবাদ। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলা হলেও উইকেট নিয়ে ভাবছেন না রিশাদ।
তিনি বলেন, 'আমরা ওইভাবেই অনুশীলন করছি এবং উইকেট তো আমাদের হাতে নাই। যে পরিস্থিতি বা উইকেট আসুক আমাদেরকে মানিয়ে নিয়ে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে। আমরা ওই প্রস্তুতি নিচ্ছি যে কন্ডিশনই আসুক না কেন আমরা যেন ওইখানে পারফর্ম করতে পারি।'
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪টি উইকেট নিয়েছিলেন রিশাদ। বিশ্বকাপে এই লেগ স্পিনার আলোড়ন তুললেও দল হিসেবে সেমিফাইনাল খেলতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। সেই ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যেতে চান রিশাদ।
তিনি আরও বলেন, 'যেটা বিশ্বকাপে গেছে সেটা তো আর ফিরে আসবে না। চেষ্টা করব ওইটার চেয়ে ভালো কিভাবে করা যায়। প্রস্তুতি চলছে সামনে যেহেতু ভারত সিরিজ আছে।'
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment