ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, দেখে নিন সূচি

Image
বাংলাদেশে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আগামী ২৭ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত এই সিরিজটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করলেও বোর্ড থেকে আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়নি। আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে আইরিশ নারী দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ঢাকায় চারদিনের প্রস্তুতির সময় থাকবে তাদের জন্য। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৭ নভেম্বর মিরপুরে। একই ভেন্যুতে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী দুটি ওয়ানডে ম্যাচ। এরপর দু’দল সিলেটে পাড়ি জমাবে টি-টোয়েন্টি সিরিজের জন্য। সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। ৭ ও ৯ ডিসেম্বর বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ। এই সিরিজটি বাংলাদেশ নারী দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ঘরের মাঠে আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে এই সিরিজে জয় পেতে চায় তারা।

ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন রিশাদ

 




টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হবে বলেই বিশ্বাস রিশাদ হোসেনের। তবে বাধা দূর করে সিরিজটি জিততে চান এই লেগস্পিনার।



টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারত। মাস দুয়েক আগেই বিশ্বকাপ শিরোপা জিতেছে রোহিত শর্মার দল। কাগজে কলমে আসন্ন এই সিরিজে এগিয়ে থাকবে ভারত। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে মাঠে নামার আগে লড়াকু মানসিকতা থাকছে রিশাদেরও।


গণমাধ্যমকে রিশাদ বলেন, 'ভারত তো সবসময় ভালো দল। মনে হয় টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারত। ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। আশা করি আমরা সিরিজ জিতে ইনশাআল্লাহ আসব। প্রস্তুতিও ওইভাবেই হচ্ছে। আমরা কেউ মনে করছি না সিরিজ জিততে পারব না। ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতে আসব।'



৬ অক্টোবর ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লিতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। ভেন্যু হায়দরাবাদ। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলা হলেও উইকেট নিয়ে ভাবছেন না রিশাদ।


তিনি বলেন, 'আমরা ওইভাবেই অনুশীলন করছি এবং উইকেট তো আমাদের হাতে নাই। যে পরিস্থিতি বা উইকেট আসুক আমাদেরকে মানিয়ে নিয়ে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে। আমরা ওই প্রস্তুতি নিচ্ছি যে কন্ডিশনই আসুক না কেন আমরা যেন ওইখানে পারফর্ম করতে পারি।'



গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪টি উইকেট নিয়েছিলেন রিশাদ। বিশ্বকাপে এই লেগ স্পিনার আলোড়ন তুললেও দল হিসেবে সেমিফাইনাল খেলতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। সেই ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যেতে চান রিশাদ।


তিনি আরও বলেন, 'যেটা বিশ্বকাপে গেছে সেটা তো আর ফিরে আসবে না। চেষ্টা করব ওইটার চেয়ে ভালো কিভাবে করা যায়। প্রস্তুতি চলছে সামনে যেহেতু ভারত সিরিজ আছে।'

Comments

Popular posts from this blog

বাংলাদেশকে চিরবিদায় বলে দিয়ে অন্য দেশের হয়ে মাঠ মাতাবেন সাকিব

সবাইকে কান্নায় ভাসিয়ে এই বয়সেই হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মিরাজ