ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, দেখে নিন সূচি

Image
বাংলাদেশে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আগামী ২৭ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত এই সিরিজটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করলেও বোর্ড থেকে আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়নি। আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে আইরিশ নারী দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ঢাকায় চারদিনের প্রস্তুতির সময় থাকবে তাদের জন্য। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৭ নভেম্বর মিরপুরে। একই ভেন্যুতে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী দুটি ওয়ানডে ম্যাচ। এরপর দু’দল সিলেটে পাড়ি জমাবে টি-টোয়েন্টি সিরিজের জন্য। সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। ৭ ও ৯ ডিসেম্বর বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ। এই সিরিজটি বাংলাদেশ নারী দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ঘরের মাঠে আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে এই সিরিজে জয় পেতে চায় তারা।

ব্রেকিং নিউজঃ ইউরোপের ক্লাবে ডাক পেলেন সাবিনা ও ঋতুপর্ণা


টানা দ্বিতীয়বারের মতো সাফের চ্যাম্পিয়ন হয়ে এশিয়া ছাড়িয়ে ইউরোপেরও নজর কেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন ও স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমায় মুগ্ধ ইউরোপীয় ক্লাব ব্রেরা তিভেরিজা। তাদেরকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে উত্তর ম্যাসেডোনিয়ান নারী লিগের শীর্ষে থাকা ক্লাবটি।

শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে বিষয়টি নিশ্চিত করেছেন সাবিনা খাতুন।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ঋতুপর্ণা এবং আমি উত্তর ম্যাসেডোনিয়ার একটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলাম কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি। ভিসার জটিলতা থাকতে পারে।’

প্রস্তাবের বিষয়ে বিস্তারিত উল্লেখ করে সাবিনা আরও বলেন, ‘তারা (ব্রেরা তিভেরিজা) প্রথমে ৪ জন খেলোয়াড়ের কথা বলেছিল কিন্তু পরে তারা জানুয়ারি থেকে দুজন খেলোয়াড় চেয়েছিল।’

২০২২ সালে প্রথমবার সাফ জয়ের পর থেকেই আলোচনায় বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। ইতোমধ্যে সাবিনা, সানজিদা, মনিকাসহ একাধিক ফুটবলার একাধিক বিদেশি ক্লাবের হয়ে খেলেছিলেন। তবে সেটা দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত ও ভুটানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই প্রথম ইউরোপের কোনো ক্লাবের হয়ে খেলার সুযোগ তাদের সামনে।

ব্রেরা তিভেরিজায় বর্তমানে মাত্র দুজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। ব্রাজিলের গোয়া চেউরি হারুমি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাশলিন কপলি জেন সেখানে খেলছেন।

ম্যাসেডোনিয়ার ঘরোয়া লিগের বর্তমান চ্যাম্পিয়ন পরবর্তী মৌসুমের জন্য উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে স্থান অর্জন করবে। এখন পর্যন্ত ব্রেরা তিভেরিজায় লিগের শীর্ষেই আছে। সাবিনা, ঋতুপর্ণারা সুযোগ পেলে হয়তো তাদেরও দেখা যেতে পারে উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগে।

 

 

Comments

Popular posts from this blog

সাকিবের অবসরের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিল প্রধান উপদেষ্টারা

অবসরের পর সাকিবকে নিয়ে মন্তব্য করে ঝড় তুললেন রফিক

সবাইকে অবাক করে অবিশ্বাস্য কারণে মার্তিনেজ কে নিষিদ্ধ করলো ফিফা!