Posts

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, দেখে নিন সূচি

Image
বাংলাদেশে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আগামী ২৭ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত এই সিরিজটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করলেও বোর্ড থেকে আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়নি। আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে আইরিশ নারী দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ঢাকায় চারদিনের প্রস্তুতির সময় থাকবে তাদের জন্য। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৭ নভেম্বর মিরপুরে। একই ভেন্যুতে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী দুটি ওয়ানডে ম্যাচ। এরপর দু’দল সিলেটে পাড়ি জমাবে টি-টোয়েন্টি সিরিজের জন্য। সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। ৭ ও ৯ ডিসেম্বর বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ। এই সিরিজটি বাংলাদেশ নারী দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ঘরের মাঠে আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে এই সিরিজে জয় পেতে চায় তারা।

সেঞ্চুরির পর সেঞ্চুরি করে দলে জায়গা না পেয়ে বিসিবিকে উচিত জবাব দিলেন বিজয়

Image
বাংলাদেশের জার্সিতে শুরুটা ভালোই করেছিলেন এনামুল হক বিজয়। দুর্দান্ত পারফরম্যান্স করে ওপেনিংয়ে নিজের জায়গাটা শক্তও করেছিলেন এই ডান হাতি ব্যাটার। তবে কাল হয়ে দাঁড়ায় ২০১৫ বিশ্বকাপের ইনজুরি। এরপর জাতীয় দলে নিয়মিত হতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স এবং মিডিয়ার চাপে কয়েকটা সিরিজের স্কোয়াডে থাকলেও এক ম্যাচ খারাপ খেললে বাদ পড়তেন পরের সিরিজে। এভাবে চলছিল বিজয়ের জাতীয় দলে ফেরার লড়াই। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন ক্রিকেটার। আসন্ন আফগানিস্তান সিরিজের স্কোয়াডে জায়গা না হওয়ায় ফেসবুকে দিয়েছিলেন রহস্যময় পোস্ট। তার পর দিনই পেশাদার ক্রিকেট লিগে নিজের ৪৫তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। শনিবার (২ নভেম্বর) জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো। টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে খুলনা। ১৬৯ বল খেলে ১৩ চার ও ৩ ছক্কায় ১৬৯ বলে ১২৫ রান করেছেন এনামুল হক বিজয়। ফেসবুকে সেঞ্চুরির সংখ্যা জানিয়ে বিজয় লিখলেন, ‘একটু পানি খাই’  এরপর রাতে নিজের সেঞ্চুরির সংখ্যার ছবি দিয়ে একটি পোস্ট করেছেন বিজয়। ছবির

অবশেষে ব্যাট হাতে অনুশীলনে তামিম, জাতীয় দলে ফিরছেন?

Image
  গেল বছরের জুলাইয়ে চট্টগ্রামে কান্নাজড়িত কন্ঠে তামিম ইকবাল জানিয়েছিলেন, দেশের হয়ে ক্রিকেটকে বিদায়ের কথা। তুলে রাখতে চেয়েছিলেন প্রিয় লাল-সবুজের জার্সিটা। যদিও পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তিনি। কিন্তু এরপরের অধ্যায়টা আরও বেশি তিক্ততায় ভরা ছিল। সর্বশেষ ওয়ানডে (২০২৩) বিশ্বকাপের আগে আচমকাই দল থেকে বাদ পড়েন তিনি।  এর আগে তামিম ইকবালকে বাংলাদেশের হয়ে সর্বশেষ দেখা গিয়েছিল গেল বছরের সেপ্টেম্বরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে বাইশগজে না থাকলেও টাইগার এই ওপেনারকে নিয়ে আলোচনা থেমে নেই। ক্ষমতার পালাবদলে বিসিবিতে ব্যাপক পরিবর্তন আসার পর আবারও আলোচনায় তামিমের জাতীয় দলে ফেরার বিষয়টি।  দিন কয়েক আগেই গুঞ্জন শোনা গিয়েছিল চলতি মাসে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম! এমন গুঞ্জনের মধ্যেই মাঠের অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার।  গতকালই মিরপুরে দেখা গিয়েছিল তামিমকে, এরপর আজ রোববারও অনুশীলন করেছেন সাবেক এই অধিনায়ক। এদিন পেসার হাসান মাহমুদ এবং স্পিনার তাইজুল ইসলামকেও দেখা গেছে তার সঙ্গে।  মিরপুরের ইনডোর মাঠে ব্যাট হাতে নি

শাস্তির শিকার বাংলাদেশের ৫ ক্রিকেটার, উন্মোচন হলো গোপন তথ্য

Image
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সিরিজটি ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে শুরু হবে, যেখানে দুই দল তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে। দল ঘোষণায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। চোটের কারণে সাকিব আল হাসান এবং জ্বরের কারণে লিটন দাস এই সিরিজে অংশ নিতে পারছেন না। এছাড়া ইনজুরির কারণে বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব। এর ফলে দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি স্পষ্ট হয়েছে। দলে স্থান পাননি স্পিনার তাইজুল ইসলাম, ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর থেকে তারা এই সিরিজের দলে নেই। দলে নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলেননি। এছাড়া পেসার নাহিদ রানা, যিনি এখনও আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক ঘটাননি, তাকে দলে সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতিতে নতুনদের পারফরম্যান্স কেমন হয়, সেটিই দেখতে হবে। এদিকে দল ঘোষণা হওয়ার পর সামাজিক যো

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরছে তামিম? স্পষ্টত জানিয়ে দিলেন নিজেই!

Image
আবারও কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল? দেখা যাবে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে? এমন গুজব আর গুঞ্জন যখন ক্রিকেট পাড়ায় তখন নিজের অবস্থান পরিষ্কার করলেন দেশসেরা এই ওপেনার। স্পষ্টত জানিয়ে দিলেন বিপিএলে ফেরাই তার একমাত্র লক্ষ্য। এমনকি জাতীয় দলে ফেরা নিয়ে কারো সঙ্গে কোনো কথাও হয়নি বলে দাবি তামিমের। সেই সাথে বিসিবির পরিচালক হওয়াটা স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা, সমাধানের পথ, শান্তর অধিনায়কত্ব, পঞ্চপান্ডবের অবসর নিয়ে যমুনার বিশেষ প্রতিনিধি তাহমিদ অমিতের সাথে কথা বলেছেন তামিম। ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব প্রকাশ করা হলো যমুনার দর্শক ও পাঠকদের জন্য। তামিমকে প্রশ্ন করা হয় আন্তর্জাতিক ক্রিকেটে তার ভবিষ্যৎ কী? জবাবে এই ওপেনার বলেন, ‘আমি যা বলবো তার পুরোটা গণমাধ্যমে হুবহু প্রকাশ করতে হবে। আমি কী বলবো তার কাটিং অংশ প্রকাশ করবেন না।’ এরপর বলেন, আমি দলে ফিরছি- এসব মিডিয়ার করা। আমি দলে ফিরছি না, এটাও আপনাদের (মিডিয়ার) করা। আমি একবারও কি বলেছি দলে ফিরছি, কিংবা দলে ফিরবো না? মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, যারা ইউটিউবে কনটেন্ট করেন তারা এমনভাবে সাজিয়ে না

মিরপুরে ব্যাট হাতে অনুশীলনে তামিম, ফিরছেন জাতীয় দলে.?

Image
জাতীয় দলের একসময় তারকা ক্রিকেটার ছিলেন, অধিনায়কত্বও করেছেন তামিম ইকবাল। ব্যাট হাতে বাংলাদেশকে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। তবে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন দেশসেরা এই ওপেনার। তামিম ইকবালকে বাংলাদেশের হয়ে সর্বশেষ দেখা গিয়েছিল গেল বছরের সেপ্টেম্বরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে বাইশগজে না থাকলেও টাইগার এই ওপেনারকে নিয়ে আলোচনা থেমে নেই। জাতীয় দলে তামিম ইকবালের ফেরা নিয়ে জল্পনা-কল্পনার শেষই হচ্ছে না। জাতীয় দলে তামিম কবে ফিরছে সেটা জানা না গেলেও তামিমকে দেখা গেছে ব্যাট হাতে অনুশীলন করতে। দিন কয়েক আগেই গুঞ্জন শোনা গিয়েছিল চলতি মাসে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম! এমন গুঞ্জনের মধ্যেই মাঠের অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার। গতকালই মিরপুরে দেখা গিয়েছিল তামিমকে, এরপর আজ রবিবারও অনুশীলন করেছেন সাবেক এই অধিনায়ক। এদিন পেসার হাসান মাহমুদ এবং স্পিনার তাইজুল ইসলামকেও দেখা গেছে তার সঙ্গে। মিরপুরের ইনডোর মাঠে ব্যাট হাতে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত থাকতে দেখা যায় তামিমকে। কোচ সোহেল ইসলামকেও তামিমের সঙ্গে ছিলেন। বর্তমান সময়ে জাতীয় দলের ক্রিকেট

ব্রেকিং নিউজঃ ইউরোপের ক্লাবে ডাক পেলেন সাবিনা ও ঋতুপর্ণা

Image
টানা দ্বিতীয়বারের মতো সাফের চ্যাম্পিয়ন হয়ে এশিয়া ছাড়িয়ে ইউরোপেরও নজর কেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন ও স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমায় মুগ্ধ ইউরোপীয় ক্লাব ব্রেরা তিভেরিজা। তাদেরকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে উত্তর ম্যাসেডোনিয়ান নারী লিগের শীর্ষে থাকা ক্লাবটি। শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে বিষয়টি নিশ্চিত করেছেন সাবিনা খাতুন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ঋতুপর্ণা এবং আমি উত্তর ম্যাসেডোনিয়ার একটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলাম কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি। ভিসার জটিলতা থাকতে পারে।’ প্রস্তাবের বিষয়ে বিস্তারিত উল্লেখ করে সাবিনা আরও বলেন, ‘তারা (ব্রেরা তিভেরিজা) প্রথমে ৪ জন খেলোয়াড়ের কথা বলেছিল কিন্তু পরে তারা জানুয়ারি থেকে দুজন খেলোয়াড় চেয়েছিল।’ ২০২২ সালে প্রথমবার সাফ জয়ের পর থেকেই আলোচনায় বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। ইতোমধ্যে সাবিনা, সানজিদা, মনিকাসহ একাধিক ফুটবলার একাধিক বিদেশি ক্লাবের হয়ে খেলেছিলেন। তবে সেটা দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত ও ভুটানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই প্রথম ইউরোপের কোনো ক্লাবের হয়ে খেলার সুযোগ তাদের সামনে। ব্রেরা তিভেরিজায় বর্ত

Popular posts from this blog

সাকিবের অবসরের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিল প্রধান উপদেষ্টারা

অবসরের পর সাকিবকে নিয়ে মন্তব্য করে ঝড় তুললেন রফিক

সবাইকে অবাক করে অবিশ্বাস্য কারণে মার্তিনেজ কে নিষিদ্ধ করলো ফিফা!